• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সুতিভোলা খাল হয়ে নৌকা যাবে আফতাবনগর-হাতিরঝিল-তুরাগে

প্রকাশ:  ১৩ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৬
পূর্বপশ্চিম ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম জানিয়েছেন, রাজধানীর বাড্ডার সুতিভোলা খাল সংস্কার করে হাতিরঝিল ও তুরাগ নদের সঙ্গে যুক্ত করা হবে।

বুধবার রাজধানীর ছোলমাইদ এলাকায় সূতিভোলা খাল পরিদর্শনে গিয়ে মেয়র একথা জানান।

বাড্ডার সাঁতারকুল সুতিভোলা খাল থেকে রামপুরা খাল পর্যন্ত নৌ চলাচল ব্যবস্থা চালু করা হবে জানিয়ে মেয়র আতিক বলেন, সুতিভোলা খাল সচল রাখতে প্রয়োজনীয় সবই করবে সিটি করপোরেশন।

আতিক বলেন, এক সময় এ খাল ধরে কারওয়ানবাজার পর্যন্ত নৌকা চলাচল করত। এই খালটি এক সময় ভরাট হয়ে গিয়েছিল ময়লা আবর্জনায়। ওই সময় এর ওপর দিয়ে মানুষ হাঁটত। গত ৪০ বছর এই খালে কোনো সংস্কার করা হয়নি। খালের কিছু জায়গায় দখল করে ভরাট করা হয়েছে। দখলদারদের অনেকে নিজেদের ইচ্ছায় সবকিছু করেছে। কিন্তু নিজের ইচ্ছায় সবকিছু হবে না।

মেয়র বলেন, আমি সিটি জরিপ নিয়ে কাজ করতে বলেছি। খালের পাশে প্রচুর ময়লা আবর্জনা, এই খাল ডাস্টবিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা হতে পারে না। সুতিভোলা খাল থেকে সাঁতারকুল হয়ে আমরা আফতাবনগর পর্যন্ত যেতে চাই। সেখান থেকে একদিকে বালু নদী অন্যদিকে হাতিরঝিল পর্যন্ত নৌ চলাচলের ব্যবস্থা চালু করতে চাই।

এ সময় মেয়রের সঙ্গে ছিলেন এডিবির একজন পরামর্শক এবং বুয়েটের সাবেক অধ্যাপক মুজিবুল হক।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি),সুতিভোলা খাল,নৌকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close