• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

৩০০ ইয়াবাসহ কাশিমপুর কারাগারের প্রধান কারারক্ষী গ্রেপ্তার

প্রকাশ:  ১৮ ডিসেম্বর ২০২৩, ২২:২৫
নিজস্ব প্রতিবেদক

৩০০ পিস ইয়াবাসহ গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলামকে (৫৭) গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে কারাগারে ঢোকার পথে তল্লাশির সময় তার পকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করেন অন্য কারারক্ষীরা।

গ্রেপ্তার সাইফুল ইসলাম ২০২২ সালের ৫ জুন থেকে এ কারাগারে কর্মরত।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, দুপুর ১২টার দিকে ডিউটির জন্য কারাগারের ভেতরে যাচ্ছিলেন তিনি। গেটে নিরাপত্তা তল্লাশির সময় পকেটে ৩০০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেলে তাকে আটক করেন রক্ষীরা।

এ ঘটনায় তাকে গাজীপুরের কোনাবাড়ি থানা পুলিশে হস্তান্তর করা হয়।

সিনিয়র জেল সুপার আরও জানান, পলিথিনের জিপারের একটি প্যাকেটে বিশেষভাবে ইউনিফর্মের ভেতরে ইয়াবাগুলো বহন করা হচ্ছিল।

কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, অভিযুক্ত কারারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কারা কর্মকর্তা লুৎফুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন।

গাজীপুরের কাশিমপুর,কারারক্ষী,ইয়াবা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close