• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

নির্বাচনের দিন দুর্গম এলাকায় যাবে হেলিকপ্টার

প্রকাশ:  ২২ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৯
পূর্বপশ্চিম ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য ও দুর্গম অঞ্চলের এলাকায় হেলিকপ্টারে যাতায়াত করবেন নির্বাচনি কর্মকর্তারা।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৬ শাখার জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়, ভোটগ্রহণের দিন এবং তার আগে ও পরে পার্বত্য-দুর্গম অঞ্চলে যাওয়ার জন্য হেলিকপ্টারের প্রয়োজন হবে। সেসব এলাকার ভোটকেন্দ্রে নির্বাচনি কর্মকর্তাদের যাতায়াতের জন্য এবং নির্বাচনি দ্রব্যাদি পাঠাতে কয়েক দিন আগে থেকে ও নির্বাচনের দিন পর্যন্ত হেলিকপ্টার সার্ভিসের জন্য সশস্ত্র বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়,নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close