• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রেলের নিরাপত্তায় ২৭০০ আনসার নিয়োগ

প্রকাশ:  ২২ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৪ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৩
নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের আগে হরতাল-অবরোধে নাশকতায় রেলের নিরাপত্তায় ২৭০০ আনসার নিয়োগ দিয়েছে সরকার। আজ শুক্রবার(২২ডিসেম্বর) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান ঢাকা বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শফিকুর রহমান।

শফিকুর রহমান বলেন, ‘নাশকতা এড়াতে ঢাকা থেকে প্রতিটি ট্রেন চালুর আগে একটি টহল ইঞ্জিন চালু করা হবে। রেলের নিরাপত্তায় ২৭০০ আনসার নিয়োগ করা হয়েছে। এরই মধ্যে তারা কাজ শুরু করেছেন। ২০০০ আনসার রেলওয়ে পুলিশ ও ৭০০ জন আনসার রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) অধীনে নিয়োগ করা হয়েছে।’

এদিকে রেলওয়ে সূত্রে জানা গেছে, রাতের বেলা যেই ট্রেনগুলো চলাচল করে ও যেই সমস্ত রুটে ঝুঁকিপূর্ণ স্পট বেশি সে ট্রেনগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হবে।

এরই মধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত উত্তরা এক্সপ্রেস ও ঈশ্বরদী থেকে রহনপুর পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে।

নিরাপত্তা,নাশকতা,আনসার নিয়োগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close