• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শনি থেকে বুধ সব হাসপাতালকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ

প্রকাশ:  ০৬ জানুয়ারি ২০২৪, ২২:২৫
পূর্বপশ্চিম ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শনিবার (৬ জানুয়ারি) থেকে বুধবার পর্যন্ত চারদিন দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে স্বাস্থ্যসেবা চালু রাখার পাশাপাশি “জরুরি পরিস্থিতি” মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালককের সই করা এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে দেশের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে।

চিঠিতে বলা হয়, “শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এবং এরপর যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় শনিবার থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালকে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে। যেকোনো রোগীকে সরকারি হাসপাতালে রেফার করার ক্ষেত্রে রোগীকে অবশ্যই প্রাথমিক চিকিৎসা দিয়ে, সংশ্লিষ্ট হাসপাতালে যোগাযোগ করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাঠাতে হবে।”

রবিবার দেশের ২৯৯ আসনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। ভোট ঠেকাতে শনিবার সকাল থেকেই শুরু হয়েছে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল।

এছাড়া দেশের অধিকাংশ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থীর বিপরীতে দলীয় নেতারা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সহিংসতার ঘটনা ঘটছে ভোটের প্রচারণার শুরু থেকেই। ভোটের দিনও সংঘাতের শঙ্কা রয়েছে।

নির্বাচন,স্বাস্থ্য অধিদপ্তর,জাতীয় সংসদ নির্বাচন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close