• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হচ্ছে: হারুন

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০২৪, ১৬:১৬
নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হচ্ছে। সব জায়গায় মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। অনেকগুলো কেন্দ্র ঘুরে দেখেছি, কোথাও কোনো ধরনের ঝামেলা নেই।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও সরকারি সংগীত কলেজের ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কোথাও কোনো নাশকতা কিংবা সহিংসতা হওয়ার আশঙ্কা আছে কি না জানতে চাইলে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, কোথাও কিছু ঘটনার আশঙ্কা নেই। তবে যারা নির্বাচন মানতে চায় না, যারা নির্বাচনের পরিবেশ ভণ্ডুল করতে চায় তার সহিংসতা করতে পারে। এরই মধ্যে যারা নাশকতার পরিকল্পনা করেছিলো তাদের পরিকল্পনা অঙ্কুরে বিনষ্ট করে দিয়েছি। এরপরেও যদি কেউ করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

একদিকে নির্বাচন অন্যদিকে বিএনপির হরতাল। বিষয়টি কীভাবে দেখছেন? জানতে চাইলে তিনি বলেন, প্রচুর মানুষ রাস্তায় আসছে, ভোটকেন্দ্রে যাচ্ছেন। হরতালের প্রতি কারও কোনো ধরনের সমর্থন নেই।

বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা হচ্ছে। জানতে চাইলে ডিবি প্রধান বলেন, একটি এলাকায় হাজার মানুষ থাকে। তাদের মধ্যে কথা কাটাকাটি হতে পারে, সামান্য ঝগড়া হতে পারে এতে করে নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে তা নয়। বরং সেসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মোহাম্মদ হারুন অর রশীদ,ডিবি,ঢাকা,নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close