• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৬২ জন

প্রকাশ:  ০৮ জানুয়ারি ২০২৪, ২০:৫২
পূর্বপশ্চিম ডেস্ক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬২ জন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোয় ২৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ৩৭ জন ভর্তি হয়েছেন। তবে এ সময় এ রোগে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

আজ সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ডেঙ্গুসংক্রান্ত দেওয়া শেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।

চলতি বছর এ রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর তথ্য জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর। আর গত বছর এডিস মশাবাহিত এ রোগে মারা গেছেন মোট ১ হাজার ৭০৫ জন।

চলতি বছরের প্রথম ৭ দিনে দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৪৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬৬ জন এবং ঢাকার বাইরে ২৭৪ জন। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

উষ্ণ আবহাওয়ায় ডেঙ্গুর বিস্তার ঘটে বেশি। তবে শীতেও দেশে ডেঙ্গুর প্রকোপ কমছে না। ২০২২ সালে শীত মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ থাকলেও রোগটির এত বিস্তৃতি দেখা যায়নি। গত বছরের নভেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছিল একই সময়ের আগের বছরের দ্বিগুণ।

গত শতাব্দীর ষাটের দশকে এ দেশে ডেঙ্গু শনাক্ত হয়। এরপর ২০০০ সালে প্রথম বড় আকারে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। ডেঙ্গু ছিল মূলত ঢাকা শহরকেন্দ্রিক। এরপর প্রতিবছর কমবেশি ডেঙ্গুর সংক্রমণ দেখা দিতে থাকে। তবে ডেঙ্গু বড় বড় শহরেই সীমাবদ্ধ ছিল। ২০১৯ সালে বড় বড় শহরের পাশাপাশি কয়েকটি গ্রামেও ডেঙ্গু শনাক্ত হয়।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন। তবে গত বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যু অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

স্বাস্থ্যঝুঁকি,চিকিৎসা,হাসপাতাল,রাজধানী,ঢাকা,ডেঙ্গু,জ্বর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close