• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশের নির্বাচন কমিশনের কর্মকর্তাদের আমন্ত্রণ

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০৪
পূর্বপশ্চিম ডেস্ক

চলতি বছরের মার্চে অনুষ্ঠেয় রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে অংশ নিতে বাংলাদেশের নির্বাচন কমিশনের কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছেন রুশ ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।

রুশ ফেডারেশনের নির্বাচন কমিশনের সদস্য এবং বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধিদলের আন্দ্রে ওয়াই শুটব বলেন, ‘রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান এলা পামফিলোভার পক্ষ থেকে আমরা বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি এবং ব্যক্তিগতভাবে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি।’

কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে রুশ প্রতিনিধিদলের বৈঠকের সময় এই আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয় বলে উল্লেখ করেন আন্দ্রে ওয়াই শুটব। এদিকে ঢাকায় রুশ দূতাবাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই আমন্ত্রণ কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করা হয়েছে।’ আগামী ১৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাশিয়া,জাতীয় নির্বাচন,নির্বাচন,দ্বাদশ সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close