• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মাশরাফীর আসনে জামানত হারালেন সব প্রার্থী

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০২৪, ১৯:৩৪
পূর্বপশ্চিম ডেস্ক

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং দলটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইল-২ (লোহাগড়া-সদর আংশিক) আসন থেকে নির্বাচিত হয়েছে। এই আসনে প্রতিদ্বন্দ্বী আটজন প্রার্থীর মধ্যে সাতজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফলে দেখা যায়, মাশরাফীর আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন দুই লাখ ৩ হাজার ২১১ জন। বাতিল হয়েছে ৩,৪২৫টি ভোট। বৈধ ভোট পড়েছে এক লাখ ৯৯ হাজার ৭৮৬টি।

বৈধ ভোটের মধ্যে এক লাখ ৮৯ হাজার ১০২টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। অন্য সাত প্রার্থীর মধ্যে ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ হাফিজুর রহমান পেয়েছেন ৪,০৪১টি, জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ ১,৯০৯টি, এনপিপির মনিরুল ইসলাম ৫৮০টি, গণফ্রন্টের লতিফুর রহমান ৫৮২টি, ইসলামী ঐক্যজোটের মাহবুবুর রহমান ১,৮৫৩টি, স্বতন্ত্র প্রার্থী নূর ইসলাম ১,৩৬৩ এবং সৈয়দ ফয়জুল আমীর লিটু পেয়েছেন ৩৫৬টি ভোট।

নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, নির্বাচনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

নড়াইল-২ আসনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ অর্থাৎ সাড়ে ১২% হচ্ছে ২৫,৪০১। কিন্তু ওই সাত প্রার্থীর কেউই এই সংখ্যক ভোট পাননি।

নির্বাচন কমিশন,জাতীয় সংসদ নির্বাচন,নড়াইল,মাশরাফী বিন মোর্ত্তজা,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close