• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আবারো মন্ত্রিসভায় ডাবল হ্যাটট্রিক করা ফারুক খান

প্রকাশ:  ১১ জানুয়ারি ২০২৪, ১৫:০৫
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্যও হচ্ছেন তিনি।

দ্বাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার ৭ ইউনিয়ন) থেকে বিপুল ভোটে জয়ী হয়ে এমপি হয়েছেন ফারুক খান। তিনি নৌকা প্রতীকে ১৩৮ কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৭৫৭। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মো. কাবির মিয়া ঈগল প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৩৪ ভোট। বাতিল হয়েছে ১ হাজার ৮৮৫ ভোট।

এ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৮৪ হাজার ৮২২ জন। এর মধ্যে ২ লাখ ৩০ হাজার ৩৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ফারুক খান এর আগে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে ছিলেন। এর আগে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৫১ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকায় তার পিতামাতা সেরাজুল করিম খান এবং মা খালেদা করিম খানের ঘরে জন্মগ্রহণ করেন ফারুক খান। তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস অ্যান্ড স্টাফ কলেজ থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স করেছেন।

সামরিক বাহিনীর চাকরি ছেড়ে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন ফারুক খান। তিনি এর আগে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

হ্যাটট্রিক,মন্ত্রিসভা,ডাবল,লে. কর্নেল (অব.) ফারুক খান,সদস্য,আওয়ামী লীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close