• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

তথ্য থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হাছান মাহমুদ

প্রকাশ:  ১২ জানুয়ারি ২০২৪, ০০:১১
পূর্বপশ্চিম ডেস্ক

নতুন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে। এর আগে ২০০৯-২০১৪ পর্যন্ত তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তার আগে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়মানুযায়ী প্রথমে প্রধানমন্ত্রী এবং পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন।

এর আগে সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ৩৭ সদস্যের মন্ত্রিসভা নিয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেন। তার মন্ত্রিপরিষদে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী,শেখ হাসিনা,হাছান মাহমুদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close