• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দুর্নীতি বা অনিয়ম প্রশ্রয় দেবো না: পরিবেশমন্ত্রী

প্রকাশ:  ১৪ জানুয়ারি ২০২৪, ১৩:৪৭
নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি বা অনিয়ম প্রশ্রয় দেবো না বলে মন্তব্য করেছেন পরিবেশ বন জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠককালে তিনি মন্তব্য করেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, আমাদের নির্বাচনী ইশতেহার পূরণ করবো। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত মনিটরিং করা হবে। কাজের জন্য কোনো কাঠামো বদলের দরকার হলে সেটা করতে হবে। আমাদের কাজের সঙ্গে যা দরকার সেটা করবো।

তিনি বলেন, আমরা চাই এটা যাতে এক নম্বর মন্ত্রণালয় হয়। আমার পক্ষ থেকে আইনের প্রতি শতভাগ স্বচ্ছতার সঙ্গে সিদ্ধান্ত নেবো। মিডিয়ার সঙ্গে সমন্বয় করে কাজ করবো।

পরিবেশ বন জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী বলেন, সাতদিনের মধ্যে একশ দিনের পরিকল্পনা দিতে চাই। এছাড়াও অন্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবো।

তিনি বলেন, বায়ু দূষণ প্রতিরোধ করতে হবে। বন সংরক্ষণ করতে হবে। টেকসই উন্নয়নের জন্যই পরিবেশ রক্ষা করতে হবে। এখানে দুর্নীতি বা অনিয়ম প্রশ্রয় দেবো না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই অগ্রগতিকে টেকসই করতে হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পরিবেশমন্ত্রী,প্রশ্রয়,দুর্নীতি,অনিয়ম,সাবের হোসেন চৌধুরী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close