• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে: এস জয়শঙ্কর

প্রকাশ:  ২০ জানুয়ারি ২০২৪, ২৩:০৬
পূর্বপশ্চিম ডেস্ক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে। উগান্ডার কাম্পালায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

কাম্পালায় দুই দিনের জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম সম্মেলনের ফাঁকে স্থানীয় সময় আজ শনিবার এ বৈঠক করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

হাছান মাহমুদের সঙ্গে বৈঠক নিয়ে জয়শঙ্কর এক্স-এ লিখেছেন, ‘কাম্পালায় আজ বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে আনন্দিত। নতুন দায়িত্বে তাঁকে স্বাগত। তাঁর জন্য শুভকামনা।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও লিখেছেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে। শিগগিরই তাঁকে (হাছান মাহমুদ) নয়াদিল্লিতে স্বাগত জানাতে চাই।’

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফরে আগামী ৭ ফেব্রুয়ারি ভারত সফরে যাবেন হাছান মাহমুদ। গত বৃহস্পতিবার ঢাকায় সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় হাছান মাহমুদ জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে নয়াদিল্লি সফরে যাচ্ছেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, তাঁর ভারত সফর তিন দিনের হতে পারে। সফরে অনুষ্ঠেয় বৈঠকের আলোচ্যসূচি, সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।

গতকাল শুক্রবার শুরু হওয়া ন্যাম শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

হাছান মাহ্‌মুদ,পররাষ্ট্রমন্ত্রী,ভারত,কূটনীতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close