• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বাংলাদেশের সঙ্গে রুবলে বাণিজ্য করতে চায় রাশিয়া

প্রকাশ:  ৩১ জানুয়ারি ২০২৪, ২০:২৬
পূর্বপশ্চিম ডেস্ক

মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সঙ্গে অর্থ বিনিময়ে সমস্যা তৈরি হওয়ায় রুবল বিনিময় করার বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও ওই দেশের রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি।

বুধবার (৩১ জানুয়ারি) রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি জানান, ডুয়াল কারেন্সিতে বিনিময় করার বিষয়ে অনেক দেশের সঙ্গে আলোচনা হচ্ছে। ভারত, চীনের সঙ্গে আলোচনা হচ্ছে। ভারতের সঙ্গে রুপিতে শুরুও হয়েছে। রুবলের বিষয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে বিনিময় শুরু করতে পারলে একটি মুদ্রার ওপর আমাদের নির্ভরশীলতা কমবে।

এটি বাংলাদেশের অর্থনীতির জন্য ভালো হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী জানান, রাশিয়া বাংলাদেশ থেকে অনেক কিছু আমদানি করে, যেমন তৈরি পোশাক ও পাট। বাংলাদেশও রাশিয়া থেকে গমসহ অন্যান্য জিনিস আমদানি করে। রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যিক বাস্কেট বিস্তৃত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন বলেও জানান তিনি।

রাশিয়া,রাষ্ট্রদূত,পররাষ্ট্রমন্ত্রী,হাছান মাহমুদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close