• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

গ্রামীণ টেলিকম ভবনে দখলদারদের হানা, অভিযোগ ইউনূসের

প্রকাশ:  ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৯ | আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৯
পূর্বপশ্চিম ডেস্ক

গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত ১৮ প্রতিষ্ঠানের আটটি দখলদারদের কবলে পড়েছে বলে অভিযোগ করেছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ভবনটিতে সোমবার থেকে এ দখলদারিত্ব চলছে বলে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করে জানান ইউনূস।

ঢাকার মিরপুরে অবস্থিত ভবনটির নিচতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক ইউনূস গ্রামীণ কল্যাণসহ জনকল্যাণমূলক এসব সংস্থার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এ সময় ড. ইউনূসের দু’পাশে ছিলেন গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ টেলিকমের ম্যানেজিং ডিরেক্টররা। উল্লিখিত চার দিনের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে ভবনে কর্মরত ব্যক্তিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ইউনূসের অভিযোগ, বারবার বলার পরেও থানা পুলিশ বিষয়টি ভ্রুক্ষেপ করেনি। এমন পরিস্থিতিতে তার আইনজীবীরা বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

ইউনূস জানান, সোমবার বিকেলে আনুমানিক ২২ জনের একটি দল জোর করে গ্রামীণ টেলিকম ভবনে ঢোকে। তাদের মধ্যে কয়েকজন সাবেক সেনাসদস্যও ছিলেন। নিজেদের গ্রামীণ ব্যাংক সংশ্লিষ্ট দাবি করে তারা ভবনে অবস্থিত একের পর এক অফিসে তালা দিতে থাকে।

বিষয়টি শাহ আলী থানাকে জানানো হলে তারা কোনো সহায়তা করেনি বলে হতাশা প্রকাশ করেন নোবেলজয়ী এই অর্থনীতিবীদ।

এই হয়রানিতে সরকারের সংশ্লিষ্টতা রয়েছে কি-না জানতে চাইলে ড. ইউনূস বলেন, দেশবাসী সব জানে এবং গ্রামীণ টেলিকম ভবনের অভ্যন্তরে অবস্থিত এসব ভালো প্রতিষ্ঠানের সঙ্গে কী হচ্ছে তারা তাও জানবে।

পুলিশ,ড. মুহাম্মদ ইউনূস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close