• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বেইলি রোডের আগুনে বুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ:  ০১ মার্চ ২০২৪, ১৪:৪১
পূর্বপশ্চিম ডেস্ক

ঢাকার বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে লামিশা ইসলাম ও নাহিয়ান আমিন নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

লামিশা বুয়েটের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী। আর নাহিয়ান একই ব্যাচের ইইই বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী। লামিশার গ্রামের বাড়ি ফরিদপুরে এবং নাহিয়ানের বাড়ি বরিশালে বলে জানা গেছে।

লামিশার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্বজন-সহপাঠীদের মধ্যে। মেয়ের এমন মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১) নাসিরুল ইসলাম।

স্বজনরা জানিয়েছেন, হলিক্রস কলেজ থেকে পাস করে বুয়েটের কেমিকৌশল ২২ ব্যাচের শিক্ষার্থী লামিশার গ্রামের বাড়ি ফরিদপুরে। বুয়েটের বন্ধু নাহিয়ান আমিনের সঙ্গে ওই ভবনের একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন। আগুনে দুইজনই মারা গেছেন।

এদিকে, আগুনে এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর খবর জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসনের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহমান। তিনি বলেন, “বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। ৩৯ জনকে শনাক্ত করে ৩১ লাশের কোনো ধরনের ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

অগ্নিকাণ্ড,ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক),বেইলি রোড,কাচ্চি ভাই,আগুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close