• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঈদযাত্রায় ট্রেনের টিকেট বিক্রি শুরু ২৪ মার্চ, কিনতে হবে অনলাইনে

প্রকাশ:  ১৩ মার্চ ২০২৪, ১৭:৩৪ | আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১৯:৩০
পূর্বপশ্চিম ডেস্ক

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। চলবে ৩০ মার্চ পর্যন্ত। আর সব টিকেট বিক্রি হবে অনলাইনে।

বুধবার (১৩ মার্চ) দুপুরে রেলভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম এ ঘোষণা দেন।

তিনি জানান, বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, রেল সেবা অ্যাপ ও সহজ ডটকমের প্ল্যাটফর্ম থেকে টিকেট সংগ্রহ করা যাবে।

মো. জিল্লুল হাকিম জানান, এ বছর সার্ভারের ওপর চাপ কমাতে দেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলের টিকেট আলাদা সময়ে বিক্রি করা হবে। এতে সকাল ৮টা থেকে পূর্বাঞ্চল এবং দুপুর ২ টায় থেকে পশ্চিমাঞ্চলের রেলের টিকেট অনলাইনে বিক্রি শুরু হবে।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, ২৪ মার্চ বিক্রি হবে ৩ এপ্রিলের টিকেট। এরপর প্রতিদিন ধারাবাহিকভাবে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ এপ্রিলের টিকেট বিক্রি হবে ২৫ থেকে ৩০ মার্চ পর্যন্ত।

এবার ঈদ উপলক্ষে সাত জোড়া বিশেষ ট্রেন চলতে পারে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আগামীকাল বৃহস্পতিবারের বৈঠকে বিশেষ ট্রেনের সময়সূচি নির্ধারিত হবে।

গণপরিবহন,ট্রেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close