• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চাঁদাবাজি বন্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সিসি ক্যামেরার আওতায়

প্রকাশ:  ২৩ মার্চ ২০২৪, ১৯:৩৯
পূর্বপশ্চিম ডেস্ক

সড়কে চাঁদাবাজি বন্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ভবিষ্যতে সব মহাসড়ক ক্যামেরার আওতায় আনা হবে।

শনিবার (২৩ মার্চ) সকালে রাজধানীর মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজে ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি’ কোর্স উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, চাঁদাবাজির চাইতে অধিক মুনাফার কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে। তবে, চাঁদাবাজি দেখলেই পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পবিত্র রমজান মাসে যারা চাঁদাবাজি ও অধিক মুনাফা করবে। তাদের স্পেশাল ফোর্সের আওতায় আনা হবে। এ সময় সবাইকে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান আসাদুজ্জামান খান কামাল।

সম্প্রতি রাজধানীসহ সারা দেশে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড নাশকতা কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এখন পর্যন্ত নাশকতরা কোনো তথ্য মেলেনি। তবে, সতর্ক থাকলে অগ্নিকাণ্ড রোধ করা সম্ভব।

চাঁদাবাজি,বন্ধ,মহাসড়ক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close