• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জাসদ কাজ করতে পারলে বাংলাদেশের এই দুরাবস্থা হতো না’

প্রকাশ:  ৩১ মার্চ ২০২৪, ১৫:৫০
নিজস্ব প্রতিবেদক

নিজেদের রাজনৈতিক নীতি অনুযায়ী কাজ করতে পারলে বাংলাদেশের এই ‘দুরাবস্থা’ হতো না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু৷

শুক্রবার (২৯ মার্চ) এক ইউটিউব টকশো-তে অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন জাসদের এই নেতা৷

হাসানুল হক ইনু বলেন, ‘‘জাসদ এবং আমি, আমার সব নীতি এবং কাজগুলোকে যদি আমাদের ইচ্ছা অনুযায়ী করতে পারতাম, তাহলে বাংলাদেশের আজকে এই দুরাবস্থা হতো না৷''

তিনি বলেন, ‘‘তবে আমি হতাশ নই৷ হাল ছেড়ে দেইনি৷''

নিজের পরিকল্পনার কথা জানিয়ে এক সময়ের তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা বলেন, বাংলাদেশে সমৃদ্ধির ভেতরের বৈষম্য কমিয়ে আনা, অর্থনীতির বিশৃঙ্খলা, দুর্নীতি ও দ্রব্যমুল্যের সিন্ডিকেটমুক্ত, দুর্নীতিবাজমুক্ত অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা তার লক্ষ্য৷

২০২৪ সালের নির্বাচনে পরাজয়ের কারণ সম্পর্কে আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, ‘‘একটি চ্যালেঞ্জের ভেতরে নির্বাচন হয়েছে৷ বিএনপি-জামায়াত ও তার মিত্রশক্তি নির্বাচন বাতিল, বানচাল করার জন্য এবং বন্ধ করার সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল৷ সরকার এই নির্বাচন করতে সফল হয়েছে৷''

নিজের পরাজয়ের জন্য প্রশাসনের কারচুপিকে দায়ি করে তিনি বলেন, ‘‘আমার নির্বাচনি এলাকায় আমি পরাজিত হয়েছি৷ আমি প্রশাসনের এবং পরিকল্পিত কারচুপির ঘটনাকে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছি৷ মোট কথা হচ্ছে, আমার মতো অনেকেই এমনভাবে পরাজিত হয়েছেন৷''

সম্প্রতি ব্যবসায়ীদের বিষয়ে গণমাধ্যমে দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘‘জেলা থেকে যদি আপনি ধরেন ঢাকা পর্যন্ত তাহলে দেখবেন অনেক বিএনপির নেতা, স্থানীয় বিএনপিপন্থি ব্যবসায়ীরা দাপটের সঙ্গে ব্যবসা করে যাচ্ছেন৷''

রাজশাহী, সিলেটের উদাহরণ টেনে তিনি বলেন, ‘‘ওই অঞ্চলগুলো বড় বড় ব্যবসা জামায়াতের লোকজন করে৷ তারা সিন্ডিকেট করেই ব্যবসা করে৷''

সূত্রঃ ডয়াচে ভেলে

জাসদ,রাজনীতি,হাসানুল হক ইনু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close