• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাংলাদেশিদের ভিড়ে জমজমাট কলকাতার ঈদ বাজার

প্রকাশ:  ০৬ এপ্রিল ২০২৪, ১২:২৪
নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর যত এগিয়ে আসছে কলকাতার নিউমার্কেট এলাকাসহ এর আশপাশের বিপনীবিতানগুলোতে বাড়ছে বাংলাদেশি ক্রেতাদের ভিড়।

গত কয়েক দিন কলকাতার নিউমার্কেট চত্বর ঘুরে দেখা গেছে, মার্কেটে বাংলাদেশি পর্যটক সেভাবে না থাকলেও এবারের ভিড় চোখে পড়ার মতো। পাশাপাশি কলকাতার বিভিন্ন জেলার বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত আগমনে খুশি ব্যবসায়ীরা।

নিউমার্কেট চত্বরের ব্যবসায়ী রাজেশ কুমার বলেন, গত বছরের থেকে এবার ভালো ব্যবসা হচ্ছে। আমরা ভাবিনি এবারের রমজানে এত ভালো ব্যবসা হবে। এখানকার ব্যবসায়ীরা বাংলাদেশি পর্যটকদের ওপরেই খুব বেশি নির্ভরশীল।

তিনি বলেন, এই বছর বাংলাদেশি পর্যটকদের পছন্দের তালিকায় রয়েছে নায়রা, আলিয়া, ঘারারা-সারারা, গাউন, কটনের ফেব্রিকের বিভিন্ন ধরনের পোশাক, আজরাক সিল্ক, সামো সিল্ক। তবে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে অরগাঞ্জা আনারকলি।

বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভারতীয় পণ্য বয়কটের ট্রেন্ড চলছে। তবে এর কারণে কলকাতায় ব্যবসা-বাণিজ্যে তেমন কোনো প্রভাব পড়ছে না বলেই জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা।

কলকাতা,ঈদের বাজার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close