• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঈদযাত্রায় নেই যানজট, ঢাকা থেকে দুই ঘণ্টায় কুমিল্লা

প্রকাশ:  ০৬ এপ্রিল ২০২৪, ১৬:৫৭ | আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৭:২৯
নিজস্ব প্রতিবেদক

ঈদযাত্রার দ্বিতীয় দিনে যানজট, ধীরগতি কিংবা ভোগান্তি ছাড়াই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল করছে। মহাসড়ক দিয়ে ঢাকা থেকে অনায়াসে কুমিল্লায় যেতে পারছেন যাত্রীরা।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ঢাকা থেকে আসা কয়েকজন যাত্রী এবং চালকের সাথে কথা বলেছে ঢাকা পোস্ট।

আতিকুল ইসলাম নামের এক যাত্রী বলেন, সড়কে কোনো জ্যাম নেই। ঢাকা থেকে কুমিল্লায় যেতে মাত্র দুই ঘণ্টা সময় লেগেছে।

মো. শাহজাহান নামের রয়েল কোচ বাসের এক চালক বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার কমলাপুর থেকে বাস ছেড়েছি। সাড়ে ১১টায় এসে নামলাম। সড়কের কোথাও কোনো জ্যাম নেই।

কায়েস আলম নামের এক যাত্রী বলেন, আজ খুবই স্বস্তির যাত্রা হয়েছে। খুব কম সময়ে ঢাকা থেকে কুমিল্লায় এসে পৌঁছালাম।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, গতকাল শুক্রবার অতিরিক্ত গাড়ির চাপ থাকায় কিছুটা সময় বেশি লাগলেও আজ তেমনটা নেই। আজ মহাসড়কে গাড়ির চাপ নেই। এছাড়াও আঞ্চলিক সড়কগুলোতেও একই চিত্র। খুব ভালোভাবেই মানুষ বাড়ি ফিরছে।

কুমিল্লা,মহাসড়ক,যানজট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close