• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের হস্তান্তর হচ্ছে আজ

প্রকাশ:  ০৬ এপ্রিল ২০২৪, ১৭:০৬
নিজস্ব প্রতিবেদক

ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে আজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বুঝে নেবে সিভিল এভিয়েশন। ৪ বছরের বেশি সময়ে অবকাঠামো নির্মাণটির কাজ ইতিমধ্যে প্রায় ৯৫ শতাংশ শেষ হয়েছে। যাত্রী সেবা দেয়ার লক্ষ্য আগামী অক্টোবর থেকেই এই টার্মিনালের সব সুবিধা মিলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশের এভিয়েশন খাতের যুগান্তকারী অবকাঠামো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে এই টার্মিনালের নির্মাণ কাজ প্রায় শেষ।

আজ শনিবার জাইকার ঠিকাদার প্রতিষ্ঠান মিতসুবিসির কাছ থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বুঝে নিতে যাচ্ছে বাংলাদেশ সিভিল এভিয়েশন।

সিভিল এভিয়েশন বুঝে নেয়ার পর পুরাতন টার্মিনালের অনেক কার্যক্রম তৃতীয় টার্মিনালে স্থানান্তর কার্যক্রম শুরু হবে। এ iবিষয়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় কাজ করা বোর্ড, তৃতীয় টার্মিনাল পরিচালনার সার্বিক বিষয় তুলে ধরে রিপোর্ট করবে সিভিল এভিয়েশনকে। তারপরই জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সাথে পরিচালনার বিষয়

হযরত শাহজালাল বিমানবন্দর,তৃতীয় টার্মিনাল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close