• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএফের ২ সদস্য আটক

প্রকাশ:  ০৮ এপ্রিল ২০২৪, ১৬:৫১
নিজস্ব প্রতিবেদক

বান্দরবনের রুমা উপজেলা যৌথ বাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুইজন সদস্যকে আটক করা হয়েছে।

আজ সোমবার উপজেলার বেথেলপাড়ায় তল্লাশি অভিযানে তাদের আটক করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক দুজন সংগঠনটির সক্রিয় কর্মী ছিলেন।

আইএসপিআর জানায়, এই সময় যৌথ বাহিনী ৭টি দেশি বন্দুক, ২০ রাউন্ড গুলি, ল্যাপটপ, পোশাক এবং বুট উদ্ধার করেছে।

এর আগে, সকালে বান্দরবান জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, থানচিতে সোনালী এবং কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে তিনজন বম সম্প্রদায়ের। তারা কুকি চিনের সদস্য হতে পারে বলেও ধারণা পুলিশের।

যৌথ বাহিনী,অভিযান,কেএনএফ,গ্রেফতার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close