• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গাজীপুরের চন্দ্রা ও চান্দনায় থেমে থেমে চলছে গাড়ি

প্রকাশ:  ০৯ এপ্রিল ২০২৪, ১৪:৩৭
নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সকাল থেকে থেমে থেমে চলছে যানবাহন। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। যানবাহনের সংখ্যা কম থাকায় ঠিকমতো গন্তব্যে পৌঁছাতেও পাড়ছে না তারা।

চন্দ্রা এলাকা দিয়ে সারা বাংলাদেশের ১২২টি রুটের যানবাহন চলাচল করে।

যার কারণে ঈদ আসলেই এখানে যানবাহনের সংখ্যা বেড়ে যানজটের সৃষ্টি হয়। এই ছাড়া যানবাহনের অতিরিক্ত ভাড়া নেওয়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সাব্বির রহমান নামে এক যাত্রী জানান, দুই ঘণ্টা যাবৎ আশুলিয়া থেকে চন্দ্রায় এসেছি। কখন যে বাড়িতে পৌঁছাব, তা বুঝতে পারছি না।

মাহমুদ হাসান নামে আরেকজন জানান, সকাল থেকেই বসে আছি, গাড়িতে উঠতে পারছি না।

নার্গিস আক্তার নামে এক নারী জানান, পরিবার-পরিজন নিয়ে ঈদ করার জন্য গাইবান্ধায় যাচ্ছি। অতিরিক্ত ভাড়ার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে।

নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি শাহাদাত হোসেন বলেন, গতকাল থেকে যানবাহনের চাপ বেশি থাকলেও সকাল থেকে একটু কমেছে।

তবে দুপুরের মধ্যেই রাস্তা স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর,চন্দ্রা,মহাসড়ক,তীব্র যানজট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close