• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঈদ-পহেলা বৈশাখে

সূর্যোদয়-সূর্যাস্ত দেখতে কুয়াকাটায় পর্যটকের ঢল

প্রকাশ:  ১৩ এপ্রিল ২০২৪, ১৩:৩৯
নিজস্ব প্রতিবেদক

যান্ত্রিক শহরের একটু ক্লান্তি দূর করতে ভ্রমণপিপাসুরা ছুটে আসেন সূর্যোদয় এবং সূর্যাস্তের বেলাভূমি সমুদ্রসৈকত কুয়াকাটায়। এবারের ঈদ সেইসাথে পহেলা বৈশাখের লম্বা ছুটিতেও হয়নি তার ব্যতিক্রম। এতে বাংলা বছরের শেষ সূর্যাস্ত ও নতুন বছরের প্রথম সূর্যোদয় দেখতে হাজারও পর্যটকের পদচারণায় মুখরিত সমুদ্রসৈকত কুয়াকাটা। সমুদ্রের নোনা জলে নেচে-গেয়ে আনন্দ-উন্মাদনায় মেতেছেন পর্যটকরা।

আকাশে সাদা মেঘের ভেলা। দক্ষিণের উষ্ণ নির্মল বাতাস, সাগরের নীলজলরাশি। ঈদের ছুটিতে কুয়াকাটায় এসে এসব দৃশ্য উপভোগ করতে পেরে অনেকেই মুগ্ধ। অনেকে প্রিয়জনদের সঙ্গে সৈকতে দাঁড়িয়ে সেলফি তুলে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রকৃতি। ওয়াটার বাইক, মোটরসাইকেল কিংবা ঘোড়ায় চড়ে আনন্দ উপভোগ করতে দেখা গেছে অনেক পর্যটককে।

প্রতিবছর ঈদের ছুটিতে ভ্রমণপিপাসুরা যান্ত্রিক শহরের একটু ক্লান্তি দূর করতে ছুটে আসেন সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সমুদ্রসৈকত কুয়াকাটায়। পদ্মা সেতু চালু হওয়ার কারণে পর্যটকদের পদচারণায় মুখর থাকে সাগরকন্যা কুয়াকাটা। ঈদের ছুটি কাজে লাগিয়ে অনেকেই প্রিয়জনকে সঙ্গে নিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য সজ্জিত সাগরকন্যাকে উপভোগ করছেন।

ঢাকা থেকে বেড়াতে আসা কবির তালুকদার বলেন, ‘ছুটিতে কয়েকবার কক্সবাজারসহ দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে গিয়েছিলাম। তবে এবার কুয়াকাটায় বেড়াতে এসে খুব ভালো লাগছে। আমিসহ আমার পরিবার খুব আনন্দ করছি। ঢাকা থেকে সকাল ৬টায় রওনা দিয়েছি কুয়াকাটা মাত্র ৫ ঘণ্টায় পদ্মা সেতু হয়ে পরিবার নিয়ে চলে এসেছি। খুব ভালো লাগছে, আশা করি ঈদের ছুটি কাজে লাগাতে পেরেছি।’

কুষ্টিয়া থেকে বেড়াতে আসা আসলাম বলেন, ‘এই গরমে সমুদ্রের ঢেউটা খুব ভালো লাগছে। আমার পরিবার নিয়ে সকালে কুয়াকাটা এসেছি। এখানে চার দিন থাকব। চৈত্রের শেষ সূর্যাস্ত ও বৈশাখের প্রথম সূর্যোদয় উপভোগ করব এখানে। তাই কোথাও না গিয়ে পরিবার নিয়ে কুয়াকাটা এসেছি।’

পর্যটকদের আকৃষ্ট করতে নিত্যনতুন পণ্যের পসরা সাজিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। রমজানের এক মাসে বেচাবিক্রি ভালো না হলেও পর্যটক বেশি আশায় ভালো বেচাকেনা হচ্ছে। কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোতালেব শরীফ বলেন, ‘ঈদের লম্বা ছুটিতে পর্যটকদের সার্বক্ষণিক সেবা দিতে প্রস্তুত সাগরকন্যা কুয়াকাটা। ঈদের দিন থেকে আমাদের ৮০ শতাংশ হোটেল বুকিং ছিল। কিন্তু আজ থেকে সব হোটেল বুকিং হয়ে গেছে।’

কুয়াকাটা টুরিস্ট পুলিশের ইনচার্জ আব্দুল খালেক জানান, ঈদুল ফিতর উপলক্ষে কুয়াকাটায় অনেক পর্যটকের আগমন হয়েছে। আগত পর্যটকদের নিরাপত্তা দিতে কুয়াকাটা টুরিস্ট পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে।

কুয়াকাটা,কক্সবাজার,ঈদের ছুটি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close