• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

প্রযুক্তি খাতে নারীদের জন্য বিশেষ কোটা চালুর ঘোষণা

প্রকাশ:  ০৮ মে ২০২৪, ১৯:১৭
নিজস্ব প্রতিবেদক

তথ্যপ্রযুক্তিতে প্রতিটি উদ্যোগে নারীদের জন্য বিশেষ কোটা চালুর কথা জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (৮ মে) রাজধানীর গুলশানের একটি হোটেলে শি-স্টেম বিজনেস কেস পর্যালোচনা অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

নারী স্টেম গ্র্যাজুয়েটদের দক্ষতা উন্নয়ন এবং লিঙ্গ বৈষম্য দূর করতে আইসিটি বিভাগ ইতোমধ্যেই বেশি কিছু উদ্যোগ নিয়েছে বলেও জানান আইসিটি প্রতিমন্ত্রী।

বক্তারা জানান, বাংলাদেশে এখন প্রকৌশল খাতে ১ শতাংশ নারী। এই সংখ্যা বাড়াতেই নারীদের জন্য স্টেম শিক্ষা চালু করতে এই উদ্যোগ।

দেশজুড়ে নারীদের এই শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে বাংলাদেশ সরকারের পাশে থাকার কথা জানান নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ইরনা ভ্যান ডুরেইন।

তথ্যপ্রযুক্তি,নারী,জুনাইদ আহমেদ পলক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close