• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

লিজ দেওয়া সব বাসের হিসাব চাইলেন মন্ত্রী

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০১৯, ১৫:৪৯ | আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৫:৫০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন- বিআরটিসি চেয়ারম্যানের কাছে অবিলম্বে লিজ দেওয়া সব বাসের হিসাব চেয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বারে বারে লোকসান দিয়ে কেন চলবে এ প্রতিষ্ঠান এমন প্রশ্নও রাখেন তিনি।

মঙ্গলবার(২২ জানুয়ারি) দুপুরে মতিঝিলে বিআরটিসি প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এসে সেতুমন্ত্রী এ প্রশ্ন রাখেন।

সম্পর্কিত খবর

    তিনি বলেন, বিআরটিসিতে অনিয়ম ও জঞ্জাল বাসা বেঁধেছে। এখানে কার ইনকাম কিভাবে হয় তা তিনি জানেন ।কি ভাবে পকেট ভারী করছেন বিআরটিসি কর্মকর্তারা সে হিসেবও আমার কাছে আছে।

    ওবায়দুল কাদের বলেন, নতুন গা‌ড়ি আস‌লে জনগ‌ণের জন্য স্বস্তির হয়। ত‌বে আমার অভিজ্ঞতা সুখকর নয়। এর আগেও আর্টিকু‌লে‌টেড ,এসি ও ডাবল ডেকার বাস এসে‌ছে। কিন্তু ডাবল ডেকার বাসগু‌লো রক্ষণা‌বেক্ষণ ও মেরাম‌তের অভা‌বে খারাপ অবস্থায় আছে। নতুন বাস কত‌দিন সা‌স্টেনেবল হ‌বে এ নি‌য়ে প্রশ্ন আছে।

    সভায় বিআরটিসি চেয়ারম্যান মন্ত্রী কে অবগত করেন নতুন বাস দিয়ে আন্তঃজেলা রুট চালু করা হবেএর উত্তরে মন্ত্রী বলেন, রুট যেন আবার অদৃশ্য ইশারায় এদিক- সে‌দিক হ‌য়ে না যায়।

    এসময় বিআরটিসির কতটি গাড়ি লিজে রয়েছে কার কাছে রয়েছে, কতদিন রয়েছে এসবের হিসাব জানতে চান ওবায়দুল কাদের।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close