• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাংলাদেশের পাশে থাকবে আমিরাত

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০১৯, ০০:০১ | আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ০০:০৩
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আরব আমিরাতের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত সাইয়েদ মুহম্মদ সাইয়েদ হামেদ আলমেহেরি। দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর জন্য উভয়পক্ষ ঐক্যমত পোষণ করেছে।

মঙ্গলবার ( ২২ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করেন ঢাকায় নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাইয়েদ মুহম্মদ সাইয়েদ হামেদ আলমেহেরি।

এ সময় আলমেহেরি ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানান। তারা দু’জনেই বাংলাদেশ ও আমিরাতের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশ ও আমিরাতের মধ্যে মানবসম্পদ রফতানি, ব্যবসা বাণিজ্য, বেসামরিক বিমান, সামরিকসহ বিভিন্নখাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

পিবিডি/রবিউল

বাংলাদেশ,আরব আমিরাত,সাইয়েদ মুহম্মদ সাইয়েদ হামেদ আলমেহেরি,ড. এ কে আব্দুল মোমেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close