• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে আইএলও

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০১৯, ০০:১০
নিজস্ব প্রতিবেদক

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আশ্বাস দিয়েছে আইএলও। আগামীতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার হবে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও কান্ট্রি ডিরেক্টর তোমো পতিয়াইনেরের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রতিনিধিদল বাংলাদেশের নিরাপদ কর্ম পরিবেশ শ্রম অধিকার এবং নারী ক্ষমতায়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেছে।

এসময় মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান এবং অতিরিক্ত সচিব ( আন্তর্জাতিক সংস্থা) সৈয়দ আহম্মদ উপস্থিত ছিলেন।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আইএলও’র গুরুত্বর্পূণ সদস্য রাষ্ট্র। শ্রমিকদের জীবনমানের উন্নয়নে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপ আইএলও’র দেওয়া উন্নয়ন সহযোগিতা এবং টেকনিক্যাল সার্পোট। আগামীতেও অবাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শ্রম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় তাকে আইএলও ঢাকা অফিসের পক্ষ থেকে অভিনন্দন জানান।

পিবিডি/রবিউল

বেগম মন্নুজান সুফিয়ান,বাংলাদেশ,আইএলও,আন্তর্জাতিক শ্রম সংস্থা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close