• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

১০০ দিনের কর্মসূচি বাস্তবায়নে ১৯ সদস্যের কমিটি

প্রকাশ:  ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৮
নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভা গঠনের পর গত ১৬ জানুয়ারি ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আর এ কর্মসূচি বাস্তবায়নের জন্য ১৯ সদস্যের অ্যাকশন প্ল্যান কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (প্রশাসন) সভাপতি, যুগ্মসচিবকে (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা) সদস্য সচিব ও উপসচিবকে (শৃঙ্খলা) কো-সদস্য সচিব করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অধিশাখা), অতিরিক্ত সচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন ও পার), যুগ্ম-প্রধান (পরিকল্পনা), স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন), পরিচালক (এমআইএস), উপসচিব ( ক্রয় ও সংগ্রহ) ,উপসচিব (নার্সিং সেবা ১), উপসচিব (বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২), উপসচিব (তামাক নিয়ন্ত্রণ সেল), পরিচালক (উপ সচিব) স্বাস্থ্য অর্থনীতি ইউনিট , উপপ্রধান (স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ), উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ণ) স্বাস্থ্য অধিদফতর, উপ-পরিচালক হাসপাতাল (স্বাস্থ্য অধিদফতর) ও উপপরিচালক (চিকিৎসা শিক্ষা)।

কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে অ্যাকশন প্ল্যান তৈরি করে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে জমা দিতে বলা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের নির্দেশনায় ১০০ দিনের কর্মসূচি বাস্তবায়নের জন্য ১২টি কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।

কমিটির কার্যপরিধি মধ্যে সরকারি নির্বাচনী ইশতিহারে ঘোষিত কার্যক্রমে ভিত্তিতে কর্মপরিকল্পনা প্রণয়ন করা ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উদযাপন, যেসব নতুন প্রকল্প সময় প্রস্তুত রয়েছে সেগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর পরিকল্পনা কমিশনের প্রেরণ করা, মন্ত্রণালয় থেকে মাঠ পর্যায়ে কার্যক্রম প্রক্রিয়া চালু করে বিশেষ করে যন্ত্রপাতি জনবল কর্মক্ষেত্রে উপস্থিতি তদারকি করা, মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন, স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বিভাগীয় পর্যায়ে প্রতিষ্ঠানসমূহ পরিদর্শনের জন্য বিভাগীয় পর্যায়ে সফর , স্বাস্থ্য সেবা বিভাগের বিভিন্ন পদে ইতোমধ্যে গৃহীত পদ্ধতি প্রক্রিয়া শেষ করা, স্বাস্থ্য সেবা বিভাগের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে যথাযথ প্রচারণা কার্যক্রম গ্রহণ, সব হাসপাতালে সহজে দৃশ্যমান সাইন বোর্ড সাইনবোর্ড স্থাপন, প্রতিটি হাসপাতালের তালিকা যথাযথভাবে প্রদর্শন নিশ্চিত করা ও স্বাস্থ্য সেবা গ্রহণের ক্ষেত্রে সেবা গ্রহীতা যেসব সমস্যার সম্মুখীন হবেন এবং তার সমাধানের বিষয়ে সেবা গ্রহীতার পরামর্শ গ্রহণের জন্য ওয়েবসাইট এ অভিযোগ করেন চালু করা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমের ভিত্তিতে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উদযাপন করা হবে, যেসব নতুন প্রকল্পগুলোর ডিপিপি প্রস্তুত হয়েছে, সেসবের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর পরিকল্পনা কমিশনে পাঠানো হবে, মন্ত্রণালয় থেকে মাঠ পর্যায়ের কার্যক্রমের তদারকি প্রক্রিয়া চালু করে যন্ত্রপাতি, জনবল কর্মক্ষেত্রে উপস্থিতি তদারকি করা হবে, মন্ত্রণালয়ের কর্মকর্তারা মাঠ পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করবেন, স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বিভাগীয় পর্যায়ে প্রতিষ্ঠান ও কার্যক্রমগুলো পরিদর্শনের জন্য বিভাগীয় পর্যায়ে সফর করবেন, স্বাস্থ্য সেবা বিভাগের বিভিন্ন পদে ইতোপূর্বে গৃহীত পদোন্নতি প্রক্রিয়া শেষ করা হবে, স্বাস্থ্য সেবা বিভাগের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে যথাযথ প্রচারণা কার্যক্রম গ্রহণ করা হবে, সব হাসপাতালে সহজে দৃশ্যমান সাইনবোর্ডসহ নিয়ন সাইন এর সাইনবোর্ড স্থাপন করা হবে, প্রতিটি হাসপাতালে প্রদেয় সেবা এবং গ্রহণ করা বিভিন্ন ইউজার চার্জের তালিকা যথাযথভাবে প্রদর্শন নিশ্চিত করা হবে, স্বাস্থ্য সেবা গ্রহণের ক্ষেত্রে সেবা গ্রহীতারা যেসব সমস্যার সম্মুখীন হন, সেসব সমস্যা এবং তার সমাধান বিষয়ে সেবা গ্রহণকারীদের পরামর্শ গ্রহণের জন্য ওয়েবসাইটে অভিযোগ কর্নার চালু করা হবে ও হাসপাতালে অ্যাম্বুলেন্স ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের জন্য জিপ গাড়ি দেওয়া হবে।


পিবিডি/এসএম

স্বাস্থ্যমন্ত্রী,ডা. জাহিদ মালেক,১০০ দিনের কর্মসূচি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close