• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পহেলা মার্চ জাতীয় ভোটার দিবস

প্রকাশ:  ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০১
নিজস্ব প্রতিবেদক

আগামী পহেলা মার্চ নির্বাচন কমিশন (ইসি) প্রথমবারের মতো উদযাপন করতে যাচ্ছে ‌‌জাতীয় ভোটার দিবস। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে এ কর্মসূচি পালন করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, বিভাগ, জেলা ও উপজেলায় মাঠ পর্যায়ের কর্মসূচি উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ এই দুইদিন সব আঞ্চলিক ও জেলা কার্যালয় আলোকসজ্জিত করা হবে। ১ মার্চ ভোটার দিবসের সকাল ৯টায় স্থানীয়ভাবে শুভ উদ্বোধন ও র‌্যালির আয়োজন করা হবে। এরপর বেলা সাড়ে ১০টায় আলোচনা অনুষ্ঠান ও ভোটার সেবা কার্যক্রম, সাড়ে ১১টায় চা-চক্র এবং দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

পিবিডি/ টিএইচ

ভোটার দিবস,ইসি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close