• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আল মাহমুদের মরদেহ নেওয়া হচ্ছে বাংলা একাডেমি ও প্রেসক্লাবে

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০০
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কবি আল মাহমুদের মরদেহ বাংলা একাডেমিতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেসক্লাবে।

বিষয়টি নিশ্চিত করেছেন কবির বড় ছেলে শরিফ আহমেদ।

তিনি জানান, সকাল সাড়ে ১১টার দিকে কবিকে তাঁর মগবাজারের বাসা থেকে সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য বাংলা একাডেমিতে নিয়ে যাওয়া হবে। সেখানে আধা ঘণ্টার মতো রাখা হবে। পরে সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেসক্লাবে। সেখানেও আধা ঘণ্টার মতো রাখা হবে শ্রদ্ধা জানানোর জন্য।

এরপর বাদ জোহর জাতীয় মস‌জি‌দ বায়তুল মোকারর‌মে ক‌বি আল মাহমু‌দের নামা‌যে জানাযা অনু‌ষ্ঠিত হ‌বে।

শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৮২ বছর বয়সী আল মাহমুদ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

/পিবিডি/একে

আল মাহমুদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close