• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘বেতন নিয়ে জনগণের সেবা করবেন না, তা হবে না’

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৫ | আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৮
মানিকগঞ্জ প্রতিনিধি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, জনগণকে সেবা না দিয়ে তাদের ট্যাক্সের টাকা দিয়ে বেতন নিবেন তা গ্রহণযোগ্য হবে না। যদি কেউ অন্যায় করেন, ডিউটি পালন না করেন, তাদের আর ছাড় দেয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। এমন অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ কর্নেল মালেক সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ৫ম ব্যাচের শিক্ষার্থীদের পরিচিতি সভা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত খবর

    পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: আখতারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক ডা. এ কে এম আমিনুল ইসলাম, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মিজানুর রহমান এবং বায়ো কেমিস্ট বিভাগের সহযোগি অধ্যাপক ডা. বজলুর রহমান প্রমূখ।

    জাহিদ মালিক আরও বলেন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন লেগেছিল এবং খুব সুন্দরভাবে তা নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় একটি রোগীও মারা যায়নি ও আহত হয়নি। আমি মনে করি এটা একটা অনেক বড় অর্জন। এখানেই দেখা গেছে জাতি ঐক্যবদ্ধ হলে যেকোনো অসাধ্যকে কাজকে সাধ্য করতে পারে। হাসপাতালের ওই ঘটনায় বুঝা যায় যে, প্রধানমন্ত্রী যে জাতির জন্য কাজ করেছে। তাতে প্রমাণ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিছনে ঐক্যবদ্ধভাবে আছে।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close