• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দ্বিতীয় দিনের মতো ডাকসু নির্বাচনের মনোনয়ন বিতরণ চলছে

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২২
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম দ্বিতীয় দিনের মতো চলছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ মনোনয়ন বিতরণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়ন বিতরণের এ ধারাবাহিকতা চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

হল অফিসে প্রাধ্যক্ষের কাছ থেকে বিনামূল্যে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারছেন প্রার্থীরা।

তফসিল অনুযায়ী, ১১ মার্চ সকাল ৮টা হতে অপরাহ্ণ ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট হলের ভোটার (আবাসিক ও অনাবাসিক) তার নিজ হলের ভোট কেন্দ্রে বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোট প্রদান করবে। ভোট গ্রহণের পর ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

ডাকসুর মোট ২৫টি পদ-

সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক, আন্তর্জাতিক বিষয় সম্পাদক, সাহিত্য সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, ক্রীড়া সম্পাদক, ছাত্র পরিবহন সম্পাদক, সমাজ সেবা সম্পাদক এবং ১৩ সদস্য পদে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে।

হল সংসদে মোট ১৩টি পদ-

সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাহিত্য সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, পাঠকক্ষ সম্পাদক, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক, বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক, সমাজ সেবা সম্পাদক এবং ৪ সদস্য পদে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে।


পিবিডি/এসএম

ডাকসু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close