• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

উন্নত দেশগুলোর বটতলা কলেজের পর্যায়েও নাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলো

প্রকাশ:  ০১ মে ২০২২, ১২:৫৮ | আপডেট : ০১ মে ২০২২, ১৩:০৯
মুহাঃ ইজাজ-আল-ওয়াসী জ্বীম

উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ১৬৭ টি বিশ্ববিদ্যালয় আছে। লক্ষ্য করলে দেখা যায়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণাও নাই-ছাত্রসংসদও নাই। সুতরাং, বলা যায়, শিক্ষাও নাই-রাজনীতিও নাই। আছে শুধু তেলবাজি, অপরাজনীতি আর সরকারি চাকরিতে প্রবেশের প্রতিযোগিতা। ফলে, আজ বিশ্ববিদ্যালয়গুলো অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

ভাবতে অবাক লাগে, আগে কোচিং সেন্টারগুলো প্রচার করতো অমুক কোচিং থেকে এতগুলো বিসিএস ক্যাডার, তমুক কোচিং থেকে অতগুলো। এখন বিশ্ববিদ্যালয়গুলো নিজেকে কোচিং সেন্টারের পর্যায়ে নামিয়ে নিয়ে গেছে।

সরকারি চাকুরে উৎপাদন করে বিশ্ববিদ্যালয়গুলো গর্বে গর্ভবতী হয়ে যাচ্ছে! অথচ, মানের দিক থেকে উন্নত দেশগুলোর বটতলা কলেজের পর্যায়েও নাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলো।

এখানে শিক্ষক নিয়োগ হয় টাকা দিয়ে কিংবা স্বজনপ্রীতি কিংবা রাজনৈতিক প্রভাবে। যেমন অযোগ্য শিক্ষক নিয়োগ হয়, তেমন অযোগ্য ছাত্রও ভর্তি হয়। শিক্ষার মানও তেমনই। একেবারে সোনায় সোহাগা!

লেখক: শিক্ষার্থী (এলএলএম), রাজশাহী বিশ্ববিদ্যালয়

পূর্বপশ্চিমবিডি/এসএ/জেএস

রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close