• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

বিএনপির যেসব নেতা করোনায় আক্রান্ত

প্রকাশ:  ২১ জানুয়ারি ২০২২, ১৫:০৯ | আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৫:১৬
নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ দলটির একাধিক নেতা।

শুক্রবার (২১ জানুয়ারি) গণমাধ্যমের খবরে করোনায় আক্রান্ত বিএনপি নেতাদের একটি সংক্ষিপ্ত তালিকা জানা গেছে।

তালিকা অনুযায়ী, বর্তমানে বিএনপির নেতাদের মধ্যে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সচিব ইসমাঈল জবি উল্লাহ, খন্দকার মোক্তাদির আহমেদ, নির্বাহী কমিটির সদস্য ও সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের স্ত্রী লুৎফুন নাহার কান্তা করোনাভাইরাসে আক্রান্ত।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, দুদু ভাই বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন। অন্যরাও গত কয়েকদিনে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সবার অবস্থা ভালো। তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

এছাড়া সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির আরও অনেক নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে অনেকে মৃত্যুবরণ করেছেন। তাদের তথ্য নিয়ে একটি তালিকা তৈরির কাজ পুনরায় শুরু হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার করোনা মুক্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যরা।

পূর্বপশ্চিম/এসকে

বিএনপি,করোনাভাইরাস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close