• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

তারেক হলেন ‘সান অব ডেমোক্রেসি’: গয়েশ্বর

প্রকাশ:  ২৫ জানুয়ারি ২০২২, ১৩:৪০
নিজস্ব প্রতিবেদক

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়া হলেন ‘মাদার অব ডেমোক্রেসি’, আর তারেক রহমান হলেন ‘সান অব ডেমোক্রেসি’। তিনি দলকে ঠিকই পরিচালনা করবেন, গণতন্ত্রের জন্য লড়াই করবেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেগম খালেদা জিয়াসহ দলের নেতাদের সুস্থতা কামনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক দল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন কমিশন নিয়ে কথা বলার দরকার নেই। আমাদের কথা হবে সরকারকে নিয়ে। এখানে নির্বাচন কমিশন কোনো ‘ফ্যাক্টর’ না। মূলত ৭০-৮০ জন সরকারি কর্মকর্তা নির্বাচন পরিচালনা করে। আমাদের কটাক্ষ করে বলা হয়, ‘মির্জা ফখরুলকে নির্বাচন কমিশন বানানো হবে’। এই সরকার ক্ষমতায় থাকতে মির্জা ফখরুল, গয়েশ্বরদের প্রধান করলেও ভোট সুষ্ঠু হবে না।

তিনি বলেন, রাজনৈতিক ধারাবাহিকতা রয়েছে দলে। খালেদা জিয়া মাঠে নেই, তারেক রহমান দেশে নেই। তাই বলে কি দল চলছে না! জিয়াউর রহমান ছিলেন না, দল কীভাবে চালাতে হয় খালেদা জিয়া তা প্রমাণ করেছেন। খালেদা জিয়া বিছানায়, তারেক রহমান বিদেশ থেকে দল পরিচালনা করছেন।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আমাদের দেখতে হবে, নেতা ও কর্মীদের মধ্যে চেতনায় মিল আছে কিনা। যদি মিল থাকে, তবে দল চলবে।

তিনি বলেন, বলা হচ্ছে, বিদেশিরা আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আসলে তো বিদেশিরা ষড়যন্ত্র করছে না। সরকারের নেতাকর্মীদের অপকর্ম সব ফাঁস হচ্ছে। নিজেদের অপকর্ম আড়াল করতে তারা বিদেশিদের পদক্ষেপকে ষড়যন্ত্র বলে উড়িয়ে দিচ্ছে।

আন্দোলন প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সাধারণ মানুষতো প্রতিদিন রাস্তায় নামবে না। জনগণ নামবে ‘ফাইনাল খেলার’ দিন। তখন ধরে ধরে শুধু জনগণের হাতে ছেড়ে দেবেন, তারা যা করার করবে। সেই পরিবেশ আমাদেরই তৈরি করতে হবে। এই সরকার টিকে থাকার সরকার না।

তিনি বলেন, জনগণকে আমাদের বুঝাতে হবে, আমরা ভোটের স্বাধীনতার জন্য লড়াই করছি। আপনার ভোট আপনি ভোট কেন্দ্রে গিয়ে, যাকে খুশি তাকে দেবেন। এই স্লোগানে জিয়ার কণ্ঠ, খালেদা জিয়ার কণ্ঠ, তারেক জিয়ার কণ্ঠ এক।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

গয়েশ্বর চন্দ্র রায়,বিএনপি,খালেদা জিয়া,তারেক রহমান,গণতন্ত্র
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close