• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

মির্জা ফখরুল দেশবিরোধী কাজ করেছেন: তথ্যমন্ত্রী

প্রকাশ:  ২৮ জানুয়ারি ২০২২, ১৭:২৪ | আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৭:৩১
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশকে সহযোগিতা না করতে মার্কিন যুক্তরাষ্ট্রে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিঠি পাঠানো দেশবিরোধী কাজ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

তথ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে স্বাক্ষর করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন আইনপ্রণেতা ও বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছেন, যাতে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা না দেওয়া হয়। একটি দলের মহাসচিব কীভাবে এমনটি করতে পারে। তারা আবার দেশ পরিচালনার স্বপ্ন দেখেন। যখন কোনো মানুষ দেশের বিরুদ্ধে চিঠি লিখে দেশকে সাহায্য না দিতে বলে তিনি অবশ্যই দেশবিরোধী ও দেশদ্রোহি।

তিনি বলেন, জামায়াত, বিএনপি ও তার মিত্ররা সারা দুনিয়ায় দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে— এমনকি রীতিমতো টাকা-পয়সা খরচ করে লবিস্ট নিয়োগ করেছেন, যাতে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়, রপ্তানি বাণিজ্য বাধাগ্রস্ত হয়, দেশের সুনাম যেন নষ্ট হয় ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। কিন্তু কিছু কিছু সময় এসব ম্লান হয়ে যায় নেতাকর্মীদের আচরণে। তরুণ নেতাকর্মীদের আচরণে মানুষ বিরক্ত হয়। তাদের বিনয়ী হতে হবে। আর যারা অন্যদল থেকে আওয়ামী লীগে এসেছে পিঠ বাঁচাতে বা সম্পদ বাড়াতে। তাদের চিহ্নিত করতে হবে। কারণ তাদের কারণেই মানুষ আওয়ামী লীগের ওপর বিরক্ত হচ্ছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।

পূর্বপশ্চিম/এসকে

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ,মির্জা ফখরুল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close