• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

আওয়ামী লুটেরাদের ৩০ বছরেও অভাব হবে না: চুন্নু

প্রকাশ:  ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৮ | আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৩
নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা এমনভাবে লুটপাট করছে যে আগামী ২০-৩০ বছরেও তাদের আর অভাব হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জাপা মহাসচিব বলেন, আওয়ামী লীগের কর্মীরা লুটতরাজ ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। বিএনপিও লুটতরাজ করে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিএনপি শুধু মুক্তি চাই, মুক্তি চাই বলে চিৎকার করছে। কিন্তু দেশের মানুষের দুর্দশার কথা এই দুটি দল ভাবছে না। সংসার চালাতে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। মানুষের কাজ নেই, ঘরে ঘরে কয়েক কোটি বেকার দুর্বিষহ জীবনযাপন করছে।

তিনি বলেন, মানুষ মাটির নিচ দিয়ে রেল লাইন আর আসমান দিয়ে সড়ক পথ দেখতে চায় না। দেশের মানুষ চায় প্রতিটি জেলা ও উপজেলা শহরে বিশেষায়িত হাসপাতাল, যেখানে তারা বিনামূল্যে সব চিকিৎসা পাবে।

এসময় চুন্নু বলেন, আমরা কোনো জোট নিয়ে ভাবছি না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচন করবে। এজন্য দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এদিন জাতীয় পার্টির ফেনী জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন দলটির শীর্ষ নেতারা। জাপার প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এতে সভাপতিত্বে করেন।


পূর্বপশ্চিম/এসকে

আওয়ামী লীগ,জাতীয় পার্টি,মুজিবুল হক চুন্নু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close