• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

সার্চ কমিটি জনগণের সঙ্গে সরকারের আরেকটা প্রতারণা: মির্জা ফখরুল

প্রকাশ:  ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:০৯ | আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:০৯
নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সার্চ কমিটি বা নির্বাচন কমিশন নিয়ে নতুন করে বলার কিছু নেই। এগুলো নিয়ে কোনো আগ্রহ নেই। এটা জনগণের সঙ্গে সরকারের আরেকটা প্রতারণা ছাড়া আর কিছু নয়।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সার্চ কমিটি গঠসের প্রজ্ঞাপন হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, অতীত অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয় সেটা সম্পূর্ণভাবে দলীয় লোকদের নির্বাচিত করে। এবারো তাই হয়েছে। সুতরাং এটা নিয়ে কোনো রকম মাথাব্যাথা আমাদের নেই। আমাদের একটাই দাবি নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার।

বিএনপি মহাসচিব বলেন, এটা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়। নির্বাচন কমিশন নয়, জনগণের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার।

পূর্বপশ্চিম- এনই

মির্জা ফখরুল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close