• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

সার্চ কমিটির কাছে কারো নাম প্রস্তাব করবে না বিএনপি

প্রকাশ:  ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৭
নিজস্ব প্রতিবেদক

সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশনার হিসেবে কারো নাম প্রস্তাব না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

সোমবার (৭ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নাটোর গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজকে দেখতে গিয়ে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য এবং আবার ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করা দরকার তাই করছে। অর্থাৎ তারা একটা আইন করে নিয়েছে, যেটা সম্পূর্ণভাবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে। সনির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির অধিকাংশ সদস্যই আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত। একজন তো আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিল। ​তাই এই সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশনার হিসেবে আমরা কারো নাম প্রস্তাব করবো না।

বিএনপি মহাসচিব বলেন, এ ধরনের যে সার্চ কমিটি তারা (সরকার) তৈরি করবে, সেটা আমরা আগে থেকেই জানি। জানি বলেই এ সার্চ কমিটি নিয়ে বিএনপি রাষ্ট্রপতির কাছে যাওয়ার ব্যাপারে না করে দিয়েছে।

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা আব্দুল আজিজের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় একটি জানাজা শেষে বাড়ি ফেরার সময় আওয়ামী সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। তার পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ সংসদ সদস্যের হুকুমে এ হামলা হয়েছে।


পূর্বপশ্চিম/এসকে

বিএনপি,মির্জা ফখরুল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close