• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

আ.লীগের সভাপতিমণ্ডলীতে মায়া ও কামরুল

প্রকাশ:  ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৩৬
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির নির্বাহী পরিষদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্পর্কিত খবর

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর ২০১৯ অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এবং অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন দিয়েছেন।

    আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, দলটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ জনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলী। ২০১৯ সালের জাতীয় সম্মেলনের পর ঘোষিত কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ১৭ জন।

    এর মধ্যে গত বছরের ১৪ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মারা যান অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। আর ২০২০ সালের ১৩ জুন মারা যান মোহাম্মদ নাসিম। এরপর ১০ জুলাই মারা যান অ্যাডভোকেট সাহারা খাতুন। এতে সভাপতিমণ্ডলীর তিনটি পদ শূন্য হয়।


    পূর্বপশ্চিম/এসকে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close