• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

আখতারুজ্জামান রঞ্জনকে বিএনপি থেকে বহিষ্কার

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩২ | আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৬
নিজস্ব প্রতিবেদক

বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তার প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্রের ৫ এর গ ধারা মোতাবেক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে আখতারুজ্জামান রঞ্জনকে বহিষ্কার করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর ও মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ১৯৯১ সালের পঞ্চম ও ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন। তবে নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে বিপুল ভোটে পরাজিত হন।

পূর্বপশ্চিম/এসকে

আখতারুজ্জামান রঞ্জন,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close