• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সরকার একুশের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে: মির্জা ফখরুল

প্রকাশ:  ২১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩১ | আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৫
নিজস্ব প্রতিবেদক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার একুশের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দুর্ভাগ্য আমাদের, আজকে এমন একটি সরকার জনগণের ঘাড়ে চেপে বসে আছে, যারা একুশের চেতনাকে ভূলুণ্ঠিত করে দিয়েছে। তারা ভোটাধিকার কেড়ে নিয়েছে। বাক্‌স্বাধীনতা কেড়ে নিয়েছে। এ দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, আজ থেকে ৭০ বছর আগে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য জব্বার, বরকতসহ আরও অনেকে রাজপথে আত্মত্যাগ করেছিলেন। সেই সময় পাকিস্তান বাংলাকে রাষ্ট্রভাষা করতে বাধ্য হয়েছিল। কিন্তু বাংলা ভাষা এখনো সর্বস্তরে প্রচলিত হয়নি।

বিএনপির মহাসচিব বলেন, বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য ছাত্রদের আত্মত্যাগের মতো নজিরবিহীন ঘটনা কোথাও ঘটেনি। ৭০ বছর আগে এ ভাষা আন্দোলনের যে চেতনা ছিল, তা এখন নেই।

পূর্বপশ্চিম- এনই

একুশের চেতনা,মির্জা ফখরুল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close