• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

কর্নেল অলির বাসায় মির্জা ফখরুল, ৩ ঘণ্টা বৈঠক

প্রকাশ:  ২২ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৮ | আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪০
নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদের সঙ্গে বৈঠক করেছে।

কর্নেল অলির মহাখালির ডিওএইচএসের বাসায় রোববার রতে সাড়ে ৩ ঘণ্টার ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।

বৈঠকের বিষয়টি এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ গণমাধ্যমের কাছে স্বীকার করলেও এ নিয়ে কথা বলতে রাজি হননি।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন গড়ে তুলতে বৃহত্তর ঐক্য গড়ার অংশ হিসেবেই এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে অন্তত ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেছেন বিএনপির নেতারা।

সূত্র জানায়, বৈঠকে দীর্ঘদিনের ভুল-বুঝাবুঝির অবসান হয়েছে। আগামী দিনে একসঙ্গে পথ চলার বিষয়ে দুই দলের নেতারাই অঙ্গীকার করেছেন। বিএনপি নেতারা আন্দোলন ও বৃহত্তর ঐক্যের বিষয়ে অলি আহমদের পরামর্শসহ সহযোগিতা চেয়েছেন। তিনিও আগামী দিনে একসঙ্গে কাজ করবেন বলে বিএনপি নেতাদের জানিয়েছেন।

পূর্বপশ্চিম- এনই

কর্নেল অলি,মির্জা ফখরুল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close