• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সার্চ কমিটির প্রত্যেকে সরকারের লোক: ফখরুল

প্রকাশ:  ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫২
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন গঠনে গঠিত সার্চ কমিটির প্রত্যেকে সরকারের লোক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার নির্বাচন ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে, এর মধ্যে কিছু নেই। এখন তারা আবার নির্বাচন কমিশন গঠনের নামে একটি সার্চ কমিটি গঠন করেছে। সেই সার্চ কমিটির প্রত্যেকে তাদের লোক, এরাই আবার নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে নাম পাঠাবেন।

তিনি বলেন, আসলে এরা সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার মতোই লোক, অনেকে বলেন এবার বেহুদার মতো হবে। স্পষ্ট করে বলছি, দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের দায়ে এদের একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

দেশের অবস্থা ভয়াবহ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার ৫০ বছরে এসে দেশে শাসক দলের দুর্নীতি, দুঃশাসন ও মানবাধিকার হরণের দায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমরা লজ্জিত। নিষেধাজ্ঞা দিয়েছে কারণ এই সরকার বিরোধী দলের শতাধিক নেতাকর্মীকে হত্যা করেছে, গুম করেছে, বিচারবহির্ভূত হত্যা করছে, রাষ্ট্রব্যবস্থাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে। এই সরকার যদি বেশিদিন থাকে তাহলে শুধু আমাদের নয়, রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে।


পূর্বপশ্চিম/এসকে

বিএনপি,মির্জা ফখরুল,সার্চ কমিটি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close