• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

পাকিস্তানি জেনারেলকে সিইসি বানালে বিএনপি খুশি হতো: কৃষিমন্ত্রী

প্রকাশ:  ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫০
নিজস্ব প্রতিবেদক

মধ্য এশিয়ার দেশ মঙ্গোলিয়ার কোনো অপরিচিত লোক বা পাকিস্তানি কোনো জেনারেলকে সিইসি বানালে বিএনপি খুশি হতো বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) অডিটরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

কৃষিমন্ত্রী বলেন, যুদ্ধের সময় ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তানি জেনারেলদের সেবা করা খালেদা জিয়াকে তারা মুক্তিযোদ্ধা বানাতে চায়। তাদের পাকিস্তান প্রেম এখনো শেষ হয়নি। তারা এখন এখন যেমন কাউকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মানতে পারছে না, পাকিস্তানি জেনারেলকে সিইসি বানালে তারা ঠিকই মেনে নিত।

তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এখন মন্ত্রিত্ব করছি, তারপরও আমি নির্বাচন কমিশনের চারজনকে চিনি না। তারা এতোটাই নিরপেক্ষ। তারপরও বিএনপি তাদের মধ্যে সমস্যা দেখছে।

‘আসলে তারা নির্বাচন করতে চায় না। এজন্য তারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে। অথচ এখন আর কোথাও তত্ত্বাবধায়ক সরকারের রেওয়াজ নেই। আমি বিশ্বাস করি, নতুন ইসি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে। আর সে নির্বাচনে যে দলই জিতবে তাদের ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব’।- যোগ করেন কৃষিমন্ত্রী।


পূর্বপশ্চিম/এসকে

কৃষিমন্ত্রী,, ড. মো. আব্দুর রাজ্জাক,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close