• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রাবিতে বাম জোটের হরতালে হামলা

প্রকাশ:  ২৮ মার্চ ২০২২, ১৩:০২ | আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৫:১০
রাবি প্রতিনিধি

দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে হরতাল পালনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাম ছাত্র জোটের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেয়েছে।

হরতাল পালনকালে সোমবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদে আওয়ামী সন্ত্রাসীরা এই হামলা চালান বলে দাবি আন্দোলনকারীদের। এতে আহত হয়েছেন রাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন সহ আরও এক আন্দোলনকারী। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, হামলা নয় কিছুটা উচ্চবাচ্য হয়েছিল।

এর আগে, বাম গণতান্ত্রিক জোটের ডাকা সারাদেশে অর্ধদিবস হরতালের সমর্থনে সকাল ৬টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও (রাবি) হরতাল পালন করছিল বাম ছাত্র সংগঠনগুলো।

হামলার ঘটনায় নিন্দা জানিয়ে রাবি শাখা ছাত্রফ্রন্টের আহ্বায়ক রিদম শাহরিয়ার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদেই আওয়ামী সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে হরতালে হামলার প্রতিবাদ আজ (সোমবার) সন্ধ্যার দিকে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করব আমরা।

রাবি প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, তাদের দাবি সঠিক নয়। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সাথে হরতাল পালনকারীদের কিছুটা উচ্চবাচ্য হয়েছিল। পরে আমি তাদের বাস চালাতে দিতে অনুরোধ জানিয়েছিলাম, যেহেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিকই ছিল।

পূর্বপশ্চিম/এসএ/এনএন

হরতাল,রাবি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close