• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

কারামুক্ত হলেন ইশরাক

প্রকাশ:  ১২ এপ্রিল ২০২২, ২১:০৯
নিজস্ব প্রতিবেদক

নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার সাত দিনের মাথায় জামিনে কারামুক্ত হয়েছেন মহানগর দক্ষিণ বিএনপির এক নম্বর সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) আদালতের আদেশ কারাগারে পৌঁছানোর পর সন্ধ্যা ৬টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। এদিন দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত ইশরাকের জামিন আবেদন মঞ্জুর করেন।

ওই সময়ই তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জানান, জামিন পাওয়ায় ইশরাকের কারামুক্তিতে আর বাধা নেই। এর কয়েক ঘণ্টার মধ্যেই কারামুক্ত হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক এ মেয়র প্রার্থী।

এদিকে কারাগার থেকে মুক্ত হওয়ার পর কারাফটকের সামনে ইশরাককে ফুলের মালা পরিয়ে বরণ করে নিতে দেখা গেছে দলীয় নেতাকর্মীদের। পরে নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন নিয়ে কারা এলাকা ত্যাগ করেন তিনি।

২০২০ সালের ডিসেম্বরে গাড়িতে অগ্নিসংযোগ করে নাশকতা সৃষ্টির অভিযোগে পুলিশের করা এক মামলায় গত ৬ এপ্রিল দুপুর ১২টার দিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকা থেকে ইশরাককে গ্রেপ্তার করে পুলিশ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কারামুক্ত,মামলা,গ্রেপ্তার,ইশরাক হোসেন,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close