• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

‌‌‘সরকারের দুর্নীতির কারণে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার বাইরে’

প্রকাশ:  ২৯ এপ্রিল ২০২২, ১৬:৩২ | আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৬:৩৫
নিজস্ব প্রতিবেদক

সরকারের দুর্নীতির কারণে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৯ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ‘অর্পণ বাংলাদেশ’র ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দ্রব্যমূল্য বাড়ায় সাধারণ মানুষ আজ না খেয়ে, অর্ধাহারে জীবনযাপন করছে। আজ দেশের একটি অংশ কোটি কোটি টাকার মালিক হয়েছে। আর একটি বড় অংশ খেতে পারছে না। সরকারের দুর্নীতির কারণে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।

এ সময় অর্পণ বাংলাদেশের সভাপতি বিথীকাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, যারা বিএনপির আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে, গুম ও খুন হয়েছে, বিথীকা বিভিন্ন সময়ে তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

আমীর খসরু মাহমুদ চৌধুরী,সরকার,দুর্নীতি,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close